যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালককে বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ৭:০৭:৩৬ অপরাহ্ন
যুব উন্নয়নের উপ-পরিচালক মোহাম্মদ আলাউদ্দিনের বিদায় উপলক্ষে শনিবার সিলেট জেলা পরিষদ অডিটোরিয়াম এক সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করে বিভাগীয় যুব উন্নয়ন ফোরাম। বিভাগীয় যুব উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আশফাক উদ্দিন আহমদের পরিচালনায় এবং আফিকুর রহমান আফিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের মোহাম্মদ জাকির হোসেন, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এম জেড রওশন জেবিন রুবা, ইফা সিলেটের সাবেক পরিচালক ফরিদ উদ্দিন আহমদ, জাতীয় শ্রমিকলীগের সহ সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, সিসিক কাউন্সিলর নাজনীন আক্তার কনা প্রমুখ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ নিমাম খাঁন, মানপত্র পাঠ করেন ফয়ছল আহমদ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন নজরুল ইসলাম। বিজ্ঞপ্তি