কাউন্সিলর সিকন্দর আলীর গণসংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ৭:১৫:৪৯ অপরাহ্ন
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটের উন্নয়নে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। সিলেটের সার্বিক উন্নয়নে সব ধর্মের প্রতি সম্মান রেখে সুন্দর, আধুনিক ও স্মার্ট নগরী গড়তে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি শুক্রবার রাতে নগরীর ১২নং ওয়ার্ডের কাউন্সিলর মো. সিকন্দর আলীর গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেন, মন-মানসিকতা ভালো থাকলে দেশ, পরিবার, সমাজের উন্নয়নে কাজ করা সম্ভব।
সংবর্ধিত অতিথির বক্তব্যে কাউন্সিলর সিকন্দর আলী বলেন, আমি দীর্ঘ বিশ বছর ধরে আমি এই ওয়ার্ডের উন্নয়নে কাজ করে যাচ্ছি। আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন আমি আজীবন মনে রাখবো।
১২ নং ওয়ার্ড গণসংবর্ধনা বাস্তবায়ন কমিটির উদ্যোগে নগরীর শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদের পশ্চিম পয়েন্টে আয়োজিত নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শফিক মাহমুদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদের উপদেষ্টা এডভোবেক মাহফুজুর রহমান, উপ-দপ্তর সম্পাদক ও শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদের উপদেষ্টা মো: মজির উদ্দিন, সংরক্ষি ওয়ার্ডের কাউন্সিলর মাসুদা সুলতানা সাকী।
মীন সুফিয়ানের উপস্থাপনায় এতে পরিবার ও কাজিরবাজার মৎস আড়তদার সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন জাহাঙ্গির আলম। এছাড়া আরো বক্তব্য রাখেন এডভোকেট আমিনুল ইসলাম রুমন, সাংবাদিক ফয়সল আলম, লেবার পার্টির কেন্দ্রীয় সহ সভাপতি ও মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, শেখঘাট মসজিদ কমিটির সেক্রেটারী ও স্বাদ এর ম্যানেজিং ডাইরেক্টর নুরুল আলম, সমাজসেবক ছালিক আহমদ, রাজনীতিবিদ দেওয়ান আরাফাত জাকী, ব্যবসায়ী আসলাম উদ্দিন, সাবেক মহিলা কাউন্সিলর রুহেনা খানম মুক্তা, ময়নুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রুহেল আহমদ, বাবুল আহমদ প্রমুখ। মানপত্র পাঠ করেন- ১২ নং ওয়ার্ড নাগরিক সংবর্ধনা কমিটির সমন্বয়ক সৈয়দ মহিউদ্দিন ইকবাল। বিজ্ঞপ্তি