মহানগর খেলাফত মজলিসের মিছিল-সমাবেশ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৪৬:৫৩ অপরাহ্ন
চলমান আর্থ-সামাজিক-শিক্ষা ও রাজনৈতিক সংকট নিরসনে খেলাফত মজলিস প্রণীত ৮ দফা দাবী আদায়ের লক্ষ্যে নগরীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখা। শনিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নগরীর কোর্ট পয়েন্টে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, সরকারের অদূরদর্শী সিদ্বান্তের কারণে দেশ ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে। চলমান আর্ত-সামাজিক-শিক্ষা ও রাজনৈতিক সংকট নিরসনে খেলাফত মজলিস প্রণীত ৮ দফা দাবী মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান তারা।
খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর সহ-সভাপতি- মাওলানা শাহ আশিকুর রহমান, মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা রওনক আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মঞ্জুরে মাওলা, শ্রমিক মজলিস মহানগর সভাপতি মাওলানা সেলিম আহমদ ও ছাত্র মজলিস সিলেট মহানগর সেক্রেটারি মোস্তফা আহমদ সোহান।
মিছিল সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের মহানগর সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, ডা. মুহাম্মদ ফয়জুল হক, সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ, সহ সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম ছাবির, সহ বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ তাহির চৌধুরী, জেলা খেলাফত মজলিসের সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মহানগর খেলাফত মজলিসের শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, অফিস ও প্রকাশনা সম্পাদক মাওলানা কাওসার আহমদ চৌধুরী, প্রচার সম্পাদ আফজাল হুসাইন কামিল, পেশাজীবি সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা মাশুক আহমদ, নির্বাহী সদস্য মাওলানা হাফেজ আব্দুল হামিদ ও মাওলানা সাইফুল ইসলাম প্রমূখ। বিজ্ঞপ্তি