কুলাউড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ৯:৩৩:১৫ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী উপজেলা সদরের এনসি স্কুল মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মিহির কান্তি ভট্টাচার্যের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক, বিআরডিবির চেয়ারম্যান ফজলুল হক ফজলু, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, বিশিষ্ট সমাজসেবী মোতাহির আলম চৌধুরী, উপজেলা ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি প্রভাষক এএনএম আলম, যুগ্ম সম্পাদক আহসানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশীষ পাল প্রমুখ। দিনব্যাপী এ প্রদর্শনীতে গাভি, ছাগল, ভেড়া, পোলট্রি, প্রাণিজাত পণ্য, প্রাণিসম্পদ প্রযুক্তিসহ ৩১টি স্টল অংশগ্রহণ করে। পরে প্রদর্শনীর বিভিন্ন খামারিদের মধ্যে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।