দেশে আর কোন পাতানো নির্বাচন হবেনা : ফখরুল ইসলাম
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ৫:২৭:৫৮ অপরাহ্ন
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ফ্যাসিবাদী শাসনে অতীষ্ঠ হয়ে গোটা জাতি আজ গণতন্ত্র পুনরুদ্ধারের দাবীতে জেগে উঠেছে। মানুষের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় যাওয়ার দিন শেষ হয়ে গেছে। দেশে আর কোনো পাতানো নির্বাচন হতে দেয়া হবেনা। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখতেই সিলেটের কৃতি সন্তান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানকে অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হয়েছে। জামায়াতের সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ারসহ জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে আটকে রেখে জনতার আন্দোলন থামানো যাবেনা। অবিলম্বে আমীরে জামায়াতসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিন।
তিনি রোববার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কারাগারে আটক আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবীতে নগরীতে সিলেট মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা উত্তর জামায়াতের সেক্রেটারী জয়নাল আবেদীন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জামায়াত নেতা মাওলানা মুজিবুর রহমান, মু. আজিজুল ইসলাম, শফিকুল আলম মফিক, মাওলানা ফয়জুল ইসলাম ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি সিদ্দিক আহমদ প্রমূখ।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার ক্ষমতা দখলের পর থেকে জামায়াতকে নিশ্চিহ্ন করতে বহুমূখী ষড়যন্ত্র করেছে। আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে বিচারের নামে অন্যায়ভাবে একের পর এক শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে ও কারাগারে নির্যাতন করে শহীদ করা হয়েছে। সরকারের জুলুম নিপীড়ন হামলা মামলা খুন গুম হত্যা জামায়াতকে তার লক্ষ্য থেকে একচুলও নড়াতে পারেনি। সকল ষড়যন্ত্র নস্যাৎ করে জামায়াত তার লক্ষ্যে পৌঁছাবেই ইনশাআল্লাহ। অবিলম্বে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিন। অন্যথায় রাজপথের কঠোর আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে সকল রাজবন্দীদের মুক্ত করা হবে ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তি