আইডিয়ার যুবমেলা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ৫:৩০:২৬ অপরাহ্ন
দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়ন ও কারিগরি সহায়তায় এবং ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট এ্যাফেয়ার্স (আইডিয়া) কর্তৃক বাস্তবায়নকৃত পুলিশ এনগেজমেন্ট এ্যাপ্রোচ ফর কাউন্টারিং এক্সট্রিমিজম (পিস) প্রকল্পের আওতায় সিলেটের উমরশাহ তেররতন সরকারী প্রাইমারী স্কুল মাঠ প্রাঙ্গনে যুবমেলা শনিবার অনুষ্ঠিত হয়েছে।
সকালে ১ম অধিবেশনে সিলেট মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মোঃ সোহেল রেজা পিপিএম প্রধান অতিথি হিসেবে যুবমেলার উদ্বোধন করেন। বিকালের অধিবেশনের প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও প্রশাসন) মাহফুজা আক্তার শিমুল। বক্তব্য রাখেন সিলেট জেলা পুলিশের ডিআইও-১ মোঃ নুরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দি এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ জয়নাল আবেদীন, প্রোগ্রাম অফিসার মোঃ হামিদুল হক, আইডিয়ার পক্ষে প্রকল্পের সমন্বয়কারী সুদীপ্ত চৌধুরীসহ অন্যান্য স্টাফবৃন্দ। এছাড়াও মেলায় বিভিন্ন পর্যায়ে অসংখ্য পুলিশ অফিসার উপস্থিত ছিলেন।
আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হক এবং দি এশিয়া ফাউন্ডেশনের ফিন্যান্স ডিরেক্টর কামরুল হাসান ভূইয়া শুভেচ্ছা বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি