নতুন মাত্রা পেলো বিশ্বনাথের ওমর ফারুক রা: একাডেমী
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ৫:৪৮:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নতুন মাত্রা পেলো বিশ^নাথের ওমর ফারুক রা: একাডেমী। চালু হলো একাডেমীর মেয়ে শিক্ষার্থী ও নারী শিক্ষকদের জন্য ব্যতিক্রমী ‘জাহরা-সাদিয়া রিক্রিয়েশন এন্ড প্রেয়ার জোন’।
রোববার অনুষ্ঠানিকভাবে এটির উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় তিনি বলেন, দেশে প্রতিষ্ঠানের কোন অভাব নেই। কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানে নারীদের জন্য আলাদা প্রার্থনা কক্ষ কিংবা বিনোদন কক্ষ নেই। এক্ষেত্রে সব ধরনের সুযোগ সুবিধার সমন্বয়ে নারীদের জন্য আলাদা কক্ষ স্থাপন করে উদাহরণ সৃষ্টি করলো হযরত ওমর ফারুক রা: একাডেমী।
একাডেমীর পরিচালনা কমিটির সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূরের সভাপতিত্¦ে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের উপ পরিচালক শাহ নজরুল ইসলাম, বিশ^নাথ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর প্রিন্সিপাল গোলজার আহমদ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল মর্তুজ আলী, বিশ^নাথ পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সলর ইমরান আহমদ সুমন, একাডেমীর দাতা সদস্য বেলাল আহমদ, বিশ^নাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও একাডেমীর পরিচালনা কমিটির সদস্য কাজী জামাল উদ্দিন ও রফিকুল ইসলাম জুবায়ের, প্রবাসী মুহাইমিন আহমদ, মাস্টার ইমাদ উদ্দিন প্রমুখ।
এদিকে, উদ্বোধনী অনুষ্ঠানের পরে একাডেমীতে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক শাহিদা বেগম।
উল্লেখ্য যে, নূর ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের জন্য স্থাপন করা হয়েছে ব্যতিক্রমী এই ‘জাহরা-সাদিয়া রিক্রিয়েশন এন্ড প্রেয়ার জোন’।