জমে উঠেছে শান্তিগঞ্জের পাগলাবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৪৯:৪৫ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি : দুইশো বছরের পুরনো শান্তিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী পাগলা বাজার। প্রথমবারের মতো বাজারের ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ মার্চ। নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ইতোমধ্যে প্রার্থীদের ব্যানার, স্টিকার, লিফলেট, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে বাজারের অলিগলি। নানা কৌশলে ভোটারদের মন জোগানার চেষ্টায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। বাজারের উন্নয়নসহ নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চালানো হচ্ছে বিরামহীন প্রচারণা।
জানা গেছে, পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ৯টি টি সাংগঠনিক পদের বিপরীতে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তাদের মধ্য থেকে প্রতি পদে ১জন ও সদস্য পদে ৪জনসহ মোট ১২জন ব্যক্তি নির্বাচিত হবেন।
নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৩ জন। তারা হলেন দেলোয়ার হোসেন (ঘোড়া), আউয়াল উদ্দিন (চেয়ার) ও গোলাম মোস্তফা (আনারস)। সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন মুহিবুর রহমান (কুড়াল), আব্দুল লতিফ (তালাচাবি), সাঞ্জব আলী সাঞ্জু (মই) ও আতর আলী (দোয়াত কলম)। সাধারণ সম্পাদক পদে দুই প্রার্থী। মিজানুর রহমান মিজান (তালগাছ) ও হাজি কমর উদ্দিন (ফুটবল)। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ৪জন। মো. সিরাজ মিয়া (টেবিল), ছেরাগ আলী (অটোরিকশা) ও দীপদ দে (মোবাইল ফোন) ও জহিরুল ইসলাম সোনা মিয়া (উটপাখি)। সাংগঠনিক সম্পাদক পদে ৩জন প্রার্থী হয়েছেন। তারা হলেন, জামিউল ইসলাম তুরান (রিকশা), মাস্টার শফিকুল ইসলাম (চাকা) ও বিমল দাস (কাঁঠাল)। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৩জন। মো. কামাল হোসেন (মোমবাতি), মো. হাফিজ উদ্দিন (আম) ও রঙ্গেস পাল (বৈদ্যুতিক পাখা)। প্রচার সম্পাদক পদের প্রার্থী মকবুল হোসেন (গরুরগাড়ি) ও আরছব আলী (টিউবওয়েল)। দপ্তর সম্পাদক পদের প্রার্থী সাইদুর রহমান (চশমা) ও মিজানুর রহমান (টেবিল ফ্যান)। সদস্য পদে প্রার্থী রয়েছেন ৭ জন। মো. শাহীন মিয়া (মাইক), কমর আলী (লাটিম), জয়নাল আবেদীন (হাঁস), রাজীব কান্তি চন্দ (ঘুড়ি), তোয়েল আহমদ (বাঘ), ইমরান হোসেন (মোরগ) ও নাসির আলী (মাছ)।
সরেজমিনে দেখা গেছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা দিন-রাত ভোটারদের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভোট চাচ্ছেন। সকাল থেকে রাত পর্যন্ত স্থানীয় চা-স্টলগুলোতে ব্যবসায়ী সমিতির নির্বাচন নিয়ে চলছে সরগরম আলোচনা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের যোগ্যতা ও নানা অসঙ্গতি নিয়ে সাধারণ ভোটারদের পাশাপাশি স্থানীয়রাও নানা আলোচনা-সমালোচনায় পার করছেন ব্যস্ত সময়।
ফার্মাসিস্ট রঞ্জিত সূত্রধর ও কাপড় ব্যবসায়ী শিব্বির আহমদ বলেন, দুইশো বছরের পুরনো এই বাজার। প্রথমবারের মতো এই বাজারে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এজন্য আমাদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে যাঁরা নিরলসভাবে কাজ করবেন, তাঁদের মধ্য থেকে এমন প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করব।
প্রহল্লাদ দেবনাথ ও আবদুল মতিন বলেন, প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া নির্বাচনে প্রবীণ প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে নবীন প্রার্থীরাও অংশ নিচ্ছেন ভোটের লড়াইয়ে। নির্বাচনকে কেন্দ্র করে বাজারে ভোটার ও প্রার্থীদের মাঝে মেলবন্ধন তৈরি হয়েছে। যা আগে কখনো হয়নি, তবে নির্বাচন আসায় এমনটি সম্ভব হয়েছে। সৎ ও যোগ্য প্রার্থীকেই আমরা ভোট দিয়ে নির্বাচিত করব।
বাজার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও শান্তিগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমেদ বলেন, শান্তিগঞ্জ উপজেলার একমাত্র ঐতিহ্যবাহী ও দুইশো বছরের পুরনো পাগলা বাজারের নির্বাচন সফল করতে কাজ করছি। নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বইছে বাজারে। নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।