সুরমা ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শনে এমপি মানিক
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৩৪:২৯ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৯নং সুরমা ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় রোববার পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় পরিদর্শনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুরমা ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ, জেলা পরিষদের সদস্য আব্দুল খালেক, লক্ষীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিরুল হক, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ ওসি দেবদুলাল ধর, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি এম এ মোতালিব ভুইয়া, এম এইচ শাহজাহান আকন্দ, সাধারণ সম্পাদক এনামুল কবির মুন্নাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও ইউপি সদস্যগণ।