জগন্নাথপুরে দুই প্রবাসীর সংঘর্ষে আহত ১০
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৪৯:৪৯ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে দুই প্রবাসীর লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় শালিসি ব্যক্তি প্যানেল চেয়ারম্যানসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের চানপুর গ্রামে। সংঘর্ষে আহতরা হলেন শালিসি ব্যক্তি পাটলি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, এনামুল হক, খালিক মিয়া, মইনুল হক, রেজাউল ইসলাম, হারুনুজ্জামান, দবিরুজ্জামান, হাসিমুজ্জামান, আবুল হাসনাত। এর মধ্যে গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় চানপুর গ্রামের প্রবাসী এনামুল হক ও হারুনুজ্জামানের লোকজনের মধ্যে জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত শালিসি ব্যক্তি পাটলি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, সংঘর্ষ থামাতে গিয়ে আমি নিজেও আহত হয়ে ওসমানীতে চিকিৎসাধীন আছি।