হবিগঞ্জে দুটি বেকারীকে বিএসটিআই’র জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ৭:০৩:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের লাখাইয়ে দুটি বেকারীতে সোমবার অভিযান চালিয়েছে বিএসটিআই সিলেট বিভাগীয় অফিস। এসময় মোবাইল কোর্টের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বিএসটিআই সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, সোমবার লাখাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদা সুলতানার নেতৃত্বে অভিযান চালায় মোবাইল কোর্ট। এসময় বিএসটিআই থেকে সিএম সনদ গ্রহণ ব্যতিরেকে ব্রেড, বিস্কুট ও কেক পণ্যসমূহ উৎপাদন, বিক্রি ও বাজারজাত করার অপরাধে কালাউরা বাজারের মিরান শাহ ফুড এন্ড বেকারীতে ১০ হাজার টাকা এবং বুল্লা সড়ক বাজারের শাহজালাল বেকারী (সানি ফুড) তে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এতে বিএসটিআই সিলেট বিভাগীয় অফিসের কর্মকর্তা শাওন কুমার ধর আবীর প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।