কুলাউড়ায় সোহান’র জন্মবার্ষিকীতে মেধাবৃত্তি প্রদান
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ৫:১৯:৫২ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: কৃতী ছাত্র মরহুম ‘আহমদ জে. সোহান’র ৩২ তম জন্মদিন উপলক্ষে কুলাউড়ার ‘আহমেদ সোহান সোনালী উচ্চ বিদ্যালয়ে আলোচনা, দোয়া ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কমরেড মো. আবদুল লতিফের সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল মালিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীপুর সোসাইটির সভাপতি অবসরপ্রাপ্ত মেজর মো. নুরুল মান্নান চৌধুরী, যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনক’র সদস্য মো. আলতাফ হোসেন, যুক্তরাজ্য কমিউনিটি নেতা শাহিন আহমদ চৌধুরী, পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুল মনাফ, ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মো. খালিক উদ্দিন, প্রভাষক মো. আজিজুর রহমান, ঘিলাছড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল বাসিত, ম্যানেজিং কমিটির সদস্য মো. জয়নাল আবেদীন প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মকবুলুর রহমান, সদস্যসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
আলোচনা শেষে ২০২২ সালের ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত ‘আহমদ জে. সোহান ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষায়’ বৃত্তিপ্রাপ্ত ও অংশগ্রহণকারী ১৯৮ জন শিক্ষার্থীকে নগদ অর্থ, সনদপত্র ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। ‘আহমদ জে. সোহান ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র’র অর্থায়নে চলতি বছরের শেষের দিকেও উক্ত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সভাশেষে মরহুম আহমদ জে. সোহানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়।