জকিগঞ্জে স্কাউটের কাব ক্যাম্পুরি সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ৭:৪২:৩৭ অপরাহ্ন
সিলেটের জকিগঞ্জ উপজেলা কাব স্কাউটের ৫ দিনব্যাপী ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরি রোববার ইমদাদ মজুমদার বিদ্যানিকেতনে সম্পন্ন হয়েছে।
ইমদাদ মজুমদার বিদ্যানিকেতনে প্রধান শিক্ষক অনুকূল চন্দ্র দাস এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট আঞ্চলিক স্কাউটের কোষাধ্যক্ষ মাজেদ আহমেদ চঞ্চল, সিলেট জেলা স্কাউটের সহ সভাপতি আবুল কালাম আজাদ। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা স্কাউটের কমিশনার বিশ্বজিত রায় ও সীতাংশু বিশ্বাস।
উপজেলা স্কাউটের যুগ্ম সম্পাদক মোঃ বদরুল আলমের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে ৭২ দলের কাব, কাব লিডার, স্বেচ্ছাসেবীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা, ক্যাম্পুরী পতাকা ও কাব পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন শেষে গ্র্যান্ড ইয়েল সহ প্রার্থনা সংগীত পরিবেশন করা হয়। এতে নেতৃত্ব দেন স্কাউটার আসমা বেগম ও সোহেল আহমদ। শেষে প্রথা অনুযায়ী বাঁশি বাজিয়ে পতাকা নামানোর মাধ্যমে ক্যাম্পুরির আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি