সৎপুর কামিল মাদরাসার পঁচাত্তর বছরপূর্তি অনুষ্ঠান কাল
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০২:০২ অপরাহ্ন
স্টাফ রির্পোটার : সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে পঁচাত্তর বছরপূর্তি অনুষ্ঠান। আগামীকাল ১ লা মার্চ বুধবার সকাল ১০টা হতে পরদিন ফজর পর্যন্ত ৭৫ বছরপূর্তি অনুষ্ঠান, ৫৭তম ব্যাচের পাগড়ী বিতরণ ও বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান সফলে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী এম. এ মান্নান এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাওলানা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান এমপি, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী, ইসলামী আরবী বিশ^বিদ্যালয়ের প্রো-ভিসি ড. আবুল কালাম আজাদ, মক্কা মুকাররমার শায়খ সায়্যিদ উবায়দুল্লাহ আল আত্তাস, ভারতের শায়খ সায়্যিদ জুনায়েদ আহমদ আল মাদানী, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ. এস. এম কাসেম।
এছাড়া অনুষ্ঠানে দেশ-বিদেশ ও সিলেটের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও শিক্ষাবিদগণ উপস্থিত থাকবেন। যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করার জন্য সিলেটের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু জাফর মুহাম্মদ নুমান।
ঐতিহ্যবাহী দ্বীনি এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আল্লামা গোলাম হুসাইন সৎপুরী (রহ.)। সবুজ শ্যামল নিভৃত পল্লীতে ইসলামি শিক্ষার প্রচার ও প্রসারের লক্ষ্যে ১৯৪৮ সালে প্রজ্জ্বলিত হয়েছিল এই দ্বীনি দরসগাহ। প্রতিষ্ঠানের ঐতিহ্য ও গৌরবের পঁচাত্তর বছরপূর্তী উদযাপন নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বইছে সাবেক বর্তমান ছাত্রসহ সংশ্লিষ্টদের মধ্যে। তারা ইতিহাসের পাতায় মাদরাসার গৌরবময় ঐতিহ্য তুলে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন অফুরন্ত। হাজার হাজার মুহাদ্দিস, মুবাল্লিগ, হক্কানি আলিম ও নায়েবে নবী উপহার দিয়েছে এ মাদরাসা। এ প্রতিষ্ঠান থেকে শিক্ষাগ্রহণ করে আজ দেশ-বিদেশে সমাজ ও রাষ্ঠ্রীয় গুরুত্বপূর্ণ পদসমূহে দায়িত্ব পালন করে যাচ্ছেন অনেকে। তাদের মিলনমেলায় বাড়তি আকর্ষণ ছড়াবে পচাত্তর বছরপূর্তী অনুষ্ঠানটি।
মাদরাসার বর্তমান অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান জানান, আল্লামা গোলাম হুসাইন সৎপুরী (রহ:) ১৯৪৫ সালে সিলেট সরকারী আলিয়া মাদরাসা থেকে টাইটেল পাশ করার পর শিক্ষা-দীক্ষায় পিছিয়ে থাকা মুসলমানদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ও ইসলামি মূল্যবোধ জাগ্রত করতে অনুন্নত অখ্যাত পল্লিগ্রামের নিজ বাড়িতে মাত্র দু’জন শিক্ষার্থী স্বীয় মামাতো ভাই মাওলানা আব্দুস সালাম সাহেব (রহ.) এবং স্বীয় ভাগনা মখলিছুর রহমান সাহেবকে দিয়ে ১৯৪৮ ঈসায়ী সনে মাদরাসাটি শুরু করেছিলেন। সৎপুরী (রহ:) তখন স্বীয় পিতার নামানুসারে ‘হাসানিয়া মাদরাসা’ নাম দেয়ার ইচ্ছা মনে মনে লালন করতেন। সেদিনের এ ক্ষুদ্র প্রতিষ্ঠানটি হাঁটিহাটি পা পা করে আজ দেশের অন্যতম কামিল মাদরাসা হিসাবে সুপ্রতিষ্ঠিত। মাদরাসাটি ১৯৫৮ সালে দাখিল, ১৯৬০ সালে আলিম, ১৯৬২ সালে ফাযিল ও ১৯৬৫ সালে কামিল (হাদিস) পর্যায়ে উন্নীত হয়। বর্তমানে এ প্রতিষ্ঠানে দাখিল থেকে কামিল হাদিস ও ফিকহ বিভাগের পাশাপাশি আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিষয়ে ফাযিল বি.এ অনার্স কোর্স চালু রয়েছে। সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যে প্রসিদ্ধি অর্জন করেছে দেশ বিদেশে। বর্তমানে এ প্রতিষ্ঠানে প্রায় দেড় হাজারের অধিক শিক্ষার্থী দ্বীনি শিক্ষা অর্জন করছে।