ডায়াবেটিস সচেতনতা দিবস আজ
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ৯:২৩:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
আজ ২৮ ফেব্রুয়ারী, ডায়াবেটিস সচেতনতা দিবস। ডায়াবেটিস সম্পর্কে সচেতন করে তোলার লক্ষ্যে দেশব্যাপী এ দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে এবার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ সর্বক্ষণ : সুস্থ দেহ, সুস্থ মন।
বাংলাদেশে দিন দিন ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বাংলাদেশসহ সারাবিশ্বে ডায়াবেটিস এখন মহামারি হয়ে উঠছে। সারা বিশ্বে এটি একটি আতঙ্কের নাম হিসেবে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩০ লাখের উপরে বলে ধারণা দিয়েছে আইডিএফ নামের আন্তর্জাতিক একটি সংস্থা। এদের মধ্যে ৫৯ লাখেরও বেশি রোগী (প্রায় ৪৫ শতাংশ) ডায়াবেটিস-সেবার আওতায় আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। টাইপ-২ ডায়াবেটিসের সংখ্যা শতকরা ৯৫ ভাগ। তবে সচেতন হলে এবং স্বাস্থ্য শিক্ষা জানা থাকলে ৮০ ভাগ ক্ষেত্রে এ রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। নিয়ন্ত্রণে না রাখলে জটিলতা তৈরি হতে পারে রোগীর।