‘১০ দফা দাবি নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো সংলাপ নয়’
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ৯:৩২:৫৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দল ও দলের নীতিনির্ধারকদের সতর্ক হতে পরামর্শ দিয়েছেন বিএনপি সমর্থিত খুলনা বিভাগের ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিরা। তারা বলেছেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে সরকারের কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। শুধু তাই নয়, সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবি নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো ধরনের সংলাপে অংশগ্রহণ করা যাবে না।’
গতকাল সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত রুদ্ধদ্বার মতবিনিময় সভায় খুলনা বিভাগের ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিরা এই মতামত দেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবার মতামত শোনেন।মতবিনিময় সভায় মোট ১৭১ জন জনপ্রতিনিধি অংশ নেন। যার মধ্যে ২৫ জন বক্তব্য রাখেন। এ ছাড়া কেন্দ্রীয় নেতাদের মধ্যে আরও পাঁচজন নেতা বক্তব্য দেন বলে জানা গেছে।
বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের পরিচালনায় আরও বক্তব্য রাখেন- দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী। এ ছাড়াও উপস্থিত ছিলেন- খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড, কেন্দ্রীয় নেতা আমিরুজ্জামান খান শিমুল, রবিউল ইসলাম রবি, মীর রবিউল আলম লাভলু প্রমুখ।