১৫০ বছরের পুরনো মেলার স্থানে “আশার আলো যুব সংঘ”র টিউবওয়েল প্রদান
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৯:৪৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটি-ধলে প্রায় ১৫০ বছরের পুরনো মেলার স্থানে “আশার আলো যুব সংঘ” নামের একটি সামাজিক সংগঠন টিউবওয়েল স্থাপন করে মেলায় আগত মানুষদের বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিয়েছে। শতাব্দীরও বেশি সময় ধরে চলে আসা এই মেলায় দূরদুরান্ত থেকে অসংখ্য মানুষের সমাগম ঘটে। অথচ অত্র অঞ্চলের আশেপাশে কোথাও বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা নেই। স্থানীয়রা বলছেন এটি একটি মহত উদ্যোগ। যে উদ্যোগ স্থানীয় জনপ্রতিনিধিদের গ্রহণ করার কথা থাকলেও সেটি সামাজিক একটি সংগঠন করেছে। “আশাল আলো যুব সংঘ” সব সময় নিজেদের তহবিল থেকে অসহায় গরিবদের সহযোগিতা এবং সমাজসেবামূলক কাজ করে থাকে। এলাকার যুবক ও তরুণদের নিয়ে গড়ে ওঠা এই সংগঠন আর্তসামাজিক কল্যাণে কাজ করে যাচ্ছে নিরন্তর।