ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৪৯:০৩ অপরাহ্ন
ডায়াবেটিক একটি দীর্ঘ মেয়াদী, অবক্ষয়ী ও ব্যয়বহুল রোগ, যা অনেক মারাত্মক জটিলতার সৃষ্টি করতে পারে। এ রোগ এখন পরিবার, রাষ্ট্র ও বিশ্বের জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। জীবনব্যাপী এ রোগ একেবারে নির্মূল করা সম্ভব নয়। তবে এ রোগ নিয়ন্ত্রণে রেখে সম্পূর্ণ সুস্থ ও কর্মঠ থাকা সম্ভব। যাদের এখনো ডায়াবেটিস হয়নি, তারা একটু সচেতন হলেই এ রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ করা সম্ভব। তাই ডায়াবেটিক রোগীদের মত সকল মানুষকেই এ রোগ সম্পর্কে এবং এ রোগের চিকিৎসা সম্পর্কে জানা, জীবনযাত্রার ত্রুটি সমূহ পরিহার করা এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে সুস্থ জীবন নিশ্চিত করা উচিত।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের ন্যায় ডায়াবেটিস সচেতনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনকালে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সিলেট ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এম. এ. আহবাব এ কথা বলেন।
মঙ্গলবার বেলা ১২টায় সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ললিত নাথের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অফিস সহকারী মো: লিয়াকত হোসেন।
স্বাগত বক্তব্যে সুপারিনটেনডেন্ট ডা. আলাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশসহ বিশ্বব্যাপী ডায়াবেটিস দ্রুত বাড়ছে। এশীয় দেশগুলোতে এর প্রকোপ তুলনামুলকভাবে বেশী। অব্যাহত নগরায়নের ফলে পরিবর্তিত জীবন যাপন ও খাদ্যাভাসের কারণে এ ধরনের রোগের সংখ্যা বাড়ছেই। ভয়ানক আকারে বাড়ছে প্রি-ডায়াবেটিস এবং তা থেকে ডায়াবেটিসে রূপান্তর হচ্ছে। বিরাজমান এ অবস্থা সচেতনতার সাথেই মোকাবেলা করতে হবে।
সমিতির সাধারণ সম্পাদক লোকমান আহমদ বলেন, মেদবহুল শিশু-কিশোর তরুণরাই এতে আক্রান্ত হচ্ছে বেশী। ফাস্টফুডসহ বিভিন্ন ধরনের ক্যালরিবহুল খাবার খাওয়ার কারণে তাদের ওজন যাতে মাত্রাতিরিক্ত না হয় সেদিকে অধিকতর খেয়াল রাখতে হবে।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ডা. আজিজুর রহমান, সদস্য কলামিষ্ট আফতাব চৌধুরী, শিবব্রত ভৌমিক চন্দন, বশিরুল হক প্রমূখ। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী এবং ডায়াবেটিক সচেতনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিলেট ডায়াবেটিক সমিতি কর্তৃক গৃহীত কর্মসূচীর মধ্যে ছিলো সকাল ১০টায় হাসপাতালের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং রোগী সাধারনের অংশগ্রহণে বর্নাঢ্য র্যালী সিলেট শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত সিলেট ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণে বিনামূল্যে ডায়াবেটিস ণনাক্তকরণ চিকিৎসা সেবা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি