মীরগঞ্জ এম আই দাখিল মাদ্রাসার ক্রীড়ার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৫৩:৪৮ অপরাহ্ন
গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জে ভাদেশ্বর ইউনিয়নের মীরগঞ্জ মোজাহিরুল ইসলাম দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় মাদ্রাসার হলরুমে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: বদরুল ইসলাম শোয়েব।
মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো: ছয়েফ উদ্দিনের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক কামরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুমেল সিরাজ, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল খালেক মানিক মাস্টার।
মাদ্রাসার শিক্ষার্থী মস্তাক আহমদের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুপার মাওলানা আরিফ বিল্লাহ, বক্তব্য রাখেন মীরগঞ্জ বাজার বণিক সমিতির সেক্রেটারি নাজমুল ইসলাম, মাদ্রাসার সহ সুপার মাওলানা জামাল উদ্দিন।
উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য মো: লালা মিয়া, অভিভাবক সদস্য মাওলানা রেজাউল করিম, মাওলানা আব্দুর রহমান, আমির উদ্দিন, মহিলা অভিবাবক সদস্য নাজমা বেগম প্রমুখ।