কুলাউড়ায় প্রাণিসম্পদের বিনামূল্যে চিকিৎসা প্রদান
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ৭:১৫:৩৮ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০২৩’ উপলক্ষে প্রাণিসম্পদের বিনামূল্যে চিকিৎসা ও টিকা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার টিলাগাও ইউনিয়নে বিনামূল্যে টিকাদান কর্মসূচি ও ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প এর আয়োজন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মিঠুন সরকার এর তত্বাবধানে উপজেলার টিলাগাও ইউনিয়নের লালপুর নয়াবাজার রাবার বাগানে বিনামূল্যে টিকাদান কর্মসূচি ও ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প এর আয়োজন করা হয়। মেডিক্যাল ক্যাম্পে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা প্রায় ৫০০ শত গবাদিপশুকে টিকা প্রদান করা হয়। এছাড়া ২৫০ গবাদিপশুসহ হাস-মুরগীর চিকিৎসা ও কৃমির ঔষধ প্রদান করা হয়। এ সময় টিলাগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক ও মেম্বারবৃন্দ এবং সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।