চ্যানেল এস’র প্রতিষ্ঠাতা মাহি ফেরদৌস জলিল এর মাতৃবিয়োগ
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ৭:১৩:০৫ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি : যুক্তরাজ্যের জনপ্রিয় চ্যানেল এস এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাহি ফেরদৌস জলিল এর মাতা মোছা: ছায়া খানম আর নেই।
আজ মঙ্গলবার ভোর ৫টায় মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পাহাড় বর্ষিজোড়া গ্রামে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
মাহি ফেরদৌস জলিল’র চাচাতো ভাই জুনেদ আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, ফুসফুস জটিলতায় তিনি দীর্ঘদিন যাবৎ ভোগছিলেন। তিনি চার ছেলে ও দুই কন্যার জননী ছিলেন। ছেলেদের মধ্যে মাহি ফেরদৌস জলিল, আব্দুল হক, সামছুল হক, শাহিন ও কন্যাদের মধ্যে আনোয়ারা ও জাহানারা বেগম। এছাড়াও তিনি অসংখ্য নাতি নাতনি ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজা আগামীকাল বুধবার নির্ধারণ করা হয়েছে। তবে জানাযা কোন সময় হবে তা ছেলে মাহি ফেরদৌস জলিল দেশে আসার পর ঠিক করা হবে।
জালালাবাদ সম্পাদকের শোক : চ্যানেল এস এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহি ফেরদৌস জলিল’র মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক জালালাবাদ সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস উন নূর। এক শোক বার্তায় তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।