কাজির বাজারে আগুনে পুড়ে গেছে ৪ দোকান
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ৮:১২:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার গভীর রাত সাড়ে ৩টার দিকে পূর্ব কাজির বাজারে এ ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার বেলাল জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে গুদামজাত করে রাখা পুরাতন কাগজসহ অন্যান্য মালামালের ৪টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে অগ্নি নির্বাপন কর্মীদের টানা ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।