হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী শুরু কাল
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৩৭:৪৮ অপরাহ্ন
সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের ৬৪ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী ২০২৩ উপলক্ষে তিন দিনব্যাপী মহোৎসব শুরু হচ্ছে কাল বৃহস্পতিবার। পুনর্মিলনী মহোৎসবে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানমালার।
সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় পুনর্মিলনী উদযাপন পর্ষদের আহবায়ক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ জানান, ‘গৌরব-ঐতিহ্যে ৬৪ বছর’ স্লোগান সামনে রেখে ২ মার্চ বিকাল চারটায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হবে প্রথম পুনর্মিলনীর আনুষ্ঠানিকতা। তিন দিনব্যাপী মহোৎসবের আয়োজনে রয়েছে সম্মাননা, স্মৃতিচারণা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভোজ, ক্রীড়া প্রতিযোগিতা, র্যাফেল ড্র ও আতশবাজি। তিনি উৎসবমুখর পরিবেশে পুনর্মিলনী উৎসব সম্পন্ন করতে নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
পুনর্মিলনী উদযাপন পর্ষদের সদস্য সচিব সৈয়দ জুবায়ের আহমদ জানান, ইতিমধ্যে প্রায় এক হাজারের মতো শিক্ষার্থী নিবন্ধন করেছেন। প্রিয় ক্যাম্পাসে অতিথি ও প্রাক্তন শিক্ষার্থীদের বরণ করতে যেন কোন কিছুর কমতি না থাকে, সে লক্ষ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সামগ্রিক আয়োজন আনন্দমুখর করতে রেজিস্ট্রেশনকৃত ও প্রাক্তন সকল শিক্ষার্থীকে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছে উদযাপন পর্ষদ। বিজ্ঞপ্তি।