শিশু-কিশোর ক্রীড়ার ফুটবল ও কাবাডি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৪৫:৫১ অপরাহ্ন
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফ এর যৌথ আয়োজনে এবং সিলেট সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া অফিস সিলেটের সহযোগিতায় সিলেট সদর উপজেলা পর্যায়ে ‘শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৩’ এর ফুটবল ও কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার ‘জহিরিয়া এম.ইউ উচ্চ বিদ্যালয়’ ও ‘জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’ খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
ফুটবল প্রতিযোগিতার বালক বিভাগের ফাইনালে ‘জহিরিয়া এম.ইউ উচ্চ বিদ্যালয়’(২-১) গোলে সিলেট ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সিলেটকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বালিকাদের বিভাগের ফাইনালে খাদিম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় (১-০) গোলে জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সিলেটকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বালক বিভাগের জহিরিয়া এম.ইউ উচ্চ বিদ্যালয়ের মুন্না। বালিকা বিভাগে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় খাদিম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাবনী আক্তার সীমা।
জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কাবাডি প্রতিযোগিতার বালক বিভাগের ফাইনালে জহিরিয়া এম.ইউ উচ্চ বিদ্যালয় (২০-১৫) পয়েন্টে শাহ্ জালাল ইউনিভার্সিটি স্কুল সিলেটকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বালিকাদের বিভাগের ফাইনালে দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (১০-২) পয়েন্টে খাদিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সিলেটকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বালক বিভাগের জহিরিয়া এম.ইউ উচ্চ বিদ্যালয়ের রাকেশ। বালিকা বিভাগে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফেরদৌসী বেগম। রানার্স আপ ও চ্যাম্পিয়নদের মাঝে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশ এর যৌথ আয়োজনে এবং সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া অফিস সিলেটের সহযোগিতায় জার্সি, ট্রফি, ক্রেস্ট ও অন্যান্য পুরস্কার প্রদান করা হয়।
সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক এর সভাপতিত্বে ফুটবল ও কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আশফাক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ নূর হোসেন ও জহিরিয়া এম.ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমীন। বিজ্ঞপ্তি