শাহাপুর প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৫৫:২১ অপরাহ্ন
সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান সোনার হরফে লেখা থাকবে। দেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যে কাজ করেছেন অতীতের কোন সরকার তা করতে পারেনি।
তিনি মঙ্গলবার বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নে শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে কথাগুলো বলেন।
বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান শামস উদ্দিন সামস, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রকীব ভূইঁয়া, বালাগঞ্জ উপজেলা ইঞ্জিনিয়ার মুস্তাকিন শরিফ শাঈদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুব্রত কুমার দাশ, বালাগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক আহমদ, আওয়ামী লীগ নেতা সালেহ আহমদ, শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলাম খান, সহকারী শিক্ষক মৌসুমি হাবিব রুবি, মোঃ ওয়াজেদ আলী, আমিরুল ইসলাম, সাজিদা বেগম, সুপ্তা রানী দাস প্রমুখ। বিজ্ঞপ্তি