কুলাউড়ায় ৭ মার্চ উদযাপনে প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৩, ৬:৪৯:৩৯ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি:কুলাউড়া উপজেলায় ঐতিহাসিক ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কুলাউড়া ইউএনও মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় দিবস পালনে বিভিন্ন কর্মসুচি নেয়া হয়।দিনব্যাপী কর্মসুচীর মধ্যে রয়েছে সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্তরের ‘বঙ্গবন্ধু ম্যুরাল’ প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন ও সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মিঠুন সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আমিনুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.ইফতেখায়ের হোসেন ভুঞা, অফিসার্স ক্লাবের সম্পাদক ডা. সুলতান আহমদ, পিআইও মো. শিমুল আলী, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (ভারঃ) আবুল বাসার, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, সাংবাদিক আবু সাঈদ চৌধুরী ফুয়াদ প্রমুখ।