ছাতকে আল ফজল ছাত্র সংসদের দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৩, ৬:৫২:২২ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি: ছাতকের গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানীর শেষ কর্ম দিবস উপলক্ষে আল ফজল ছাত্র সংসদের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে মাদ্রাসা ক্যাম্পাসে গভর্ণিং বডির সভাপতি ডাক্তার শাব্বির আহমদের সভাপতিত্বে সহকারি অধ্যাপক মাওলানা আব্দুল আযীযের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ড. ইসমাঈল হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুস সোবহান, গভর্ণিং বডির সদস্য মুজিবুর রহমান, মুরব্বি মাষ্টার আব্দুল লতিফ, মাওলানা একেএম ফরিদ উদ্দিন, মাওলানা কাজী আব্দুস সামাদ। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন দ্বীন ইসলাম, মাওলানা মুয়ীনুল হক মুমিন, মাওলানা শহীদুল ইসলাম প্রমুখ।
উপস্থিত ছিলেন ছাতক ডিগ্রি কলেজের অর্থনীতি প্রভাষক আব্দুল হামিদ, বেসিক লার্নার একাডেমির চেয়ারম্যান নাজমুল হোসাইন, ব্যবসায়ী আতাউল মগনী, মাওলানা এমরান আহমদ, শ্রমিক নেতা মিজানুর রহমান মিজান, ছাত্র সংসদের ভিপি হাফিজ বিলাল হোসেন, সাবেক ছাত্র বিলাল আহমদ মেম্বার, আরাফাত আহমদ রাহাত, আব্দুল মমিন, হাফিজ সাঈদুল ইসলাম, অলিউর রহমান, সাবেক ভিপি মাওলানা হাবিবুর রহমান, হাফিজ রফিকুল ইসলাম, জাকির হোসাইন, ছাত্র সংসদের বর্তমান ভিপি হাফিজ বিলাল হোসেন, জি.এস আবুল হাসান মোঃ আদনান, এ.জি এস হাফিজ নাইমুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলিম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক জাবের আহমদ, প্রচার সম্পাদক রায়হানুল আদনানসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।