লাউয়াই পঞ্চায়েত কমিটির অভিষেক
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৩, ৮:১০:৪৯ অপরাহ্ন
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেসা হক বলেছেন, আওয়ামীলীগ সাধারণ মানুষের সংগঠন। এই সরকার গণমানুষের সরকার। বর্তমান সরকার সাধারণ জনগণের জন্য কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার রাতে নগরীর ২৯নং ওয়ার্ডের লাউয়াই মাদ্রাসা মাঠে লাউয়াই পঞ্চায়েত কমিটির নবগঠিত নির্বাহী কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লাউয়াই পঞ্চায়েত কমিটির প্রধান উপদেষ্টা বুরহান উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও পঞ্চায়েত কমিটির সিনিয়র সদস্য মোঃ আতিকুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নজমুল ইসলাম খসরু এবং লাউয়াই স্পোর্টিং ক্লাবের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ মুমিনুর রহমান টিটুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান ও প্যানেল চেয়ারম্যান-১ মোঃ মতিউর রহমানকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
লাউয়াই কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব ও ইমাম হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম চৌধুরীর কোরআন থেকে তেলাওয়াত ও লাউয়াই পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ও লাউয়াই স্পোর্টিং ক্লাবের সভাপতি গোলাম হাদী ছয়ফুলের স¦াগত বক্তব্যের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে শোক প্রস্তাব উত্থাপন করেন লাউয়াই পঞ্চায়েত কমিটির সহ-সাধারণ সম্পাদক চঞ্চল মাহমুদ ফুলর। মোনাজাত পরিচালনা করেন লাউয়াই কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মাওলানা আলী আহমেদ। শপথবাক্য পাঠ করান সংবর্ধিত অতিথি এডভোকেট নাসির উদ্দিন খান। শপথ গ্রহণ পরবর্তী অনুভূতি প্রকাশ করেন, লাউয়াই পঞ্চায়েত কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ খসরু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ডেপুটি সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইফুল আলম, জেলা আওয়ামী লীগ নেতা ও তেতলী ইউপি’র সাবেক চেয়ারম্যান মঈনুল ইসলাম, জেলা আ’লীগের উপ-দপ্তর সম্পাদক মজির উদ্দিন, কোষাধ্যক্ষ শমসের জামাল ও সিলেট চেম্বার সদস্য হুমায়ুন আহমেদ। শুভেচ্ছা বক্তব্য খোজারখলা পঞ্চায়েত কমিটির সভাপতি আজমল আলী, নূরজাহান মেমোরিয়েল মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ডা. মিফতাহুল হোসেন সুইট, মোহাম্মদ নুরুল ইসলাম, লাউয়াই স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস ছত্তার, লেইছ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আব্দুল ওয়াহিদ। ধন্যবাদ জ্ঞাপন করেন নবগঠিত পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ নিজাম উদ্দিন। বিজ্ঞপ্তি