সৎপুর কামিল মাদরাসার ৭৫ বছর পূর্তি উদযাপন
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৩, ৮:৪৯:৩০ অপরাহ্ন
ঐতিহ্য ও গৌরবের ৭৫ বছর পূর্তি উদযাপন করেছে বিশ্বনাথ উপজেলার সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসা। প্রতিষ্ঠানের ৭৫ বছর পূর্তি উপলক্ষে সিলেট তথা উপমহাদেশের খ্যাতিমান উলামায়ে কেরাম, সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীসহ সংশ্লিষ্টদের মধ্যে এক মিলনমেলায় পরিণত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি মক্কাতুল মুকাররামার ইসলামিক ব্যক্তিত্ব শায়খ সায়্যিদ উবায়দুল্লাহ আল-আত্তাস বলেছেন, সৎপুর দারুল হাদিস কামিল মাদসার প্রতিষ্ঠাতা একজন আশিকে রাসুল। কেননা তাঁর নবী প্রেমের কারণে অজপাড়া গাঁয়ে এতো বড় একটি দারুল হাদিস গড়তে পেরেছেন। আমি এ এলাকার পরিবেশ দেখে অভিভুত হয়েছি।
বুধবার দুপুরে সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসা ৭৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনজুমানে আল ইসলার সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। মাওলানা আলী আছগর খান, মাওলানা শামীম আহমদ ও আলমগীর হুসাইনের যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উজানডিহি ভারতের পীর শাইখ সায়্যিদ জুনায়েদ আহমদ আল-মাদানী। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড: আবুল কালাম আজাদ, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব মাওলানা শাব্বির আহমদ মোমতাজী, দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা মাওলানা আ.খ.ম আবু বকর সিদ্দিক, সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, আনজুমানে আল ইসলাহ মহাসচিব অধ্যক্ষ একেএম মনোওর আলী, সৎপুর কামিল মাদরাসা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডীন কলা অনুষদ মাওলানা ড. মো: রইছ উদ্দিন, গভর্ণিং বডির সহ-সভাপতি মাওলানা আ.ফ.ম আব্দুল্লাহ। অনুষ্ঠানে স্মৃতিচারণমুলক বক্তব্য দেন যুক্তরাজ্য প্রবাসী মাওলানা ছাদ উদ্দিন সিদ্দিকী, মাওলানা আব্দুল ওয়াাহিদ চৌধুরী, মাওলানা আব্দুর রব, মাওলানা আব্দুস সালাম আল মাদানী, সৎপুর কামিল মাদরাসা উপাধ্যক্ষ, মাওলানা ছালেহ আহমদ, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার, বুরাইয়া কামিল মাদরাসা উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, সিলেট সরকারী আলিয়া মাদরাসা সহযোগী অধ্যাপক মাওলানা ফজলুর রহমান চৌধুরী, সৎপুর কামিল মাদরাসা সহকারী অধ্যাপক মাওলানা রশিদ আহমদ চৌধুরী, মুহাদ্দিস, মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত, সৎপুর কামিল মাদরাসা সহকারী অধ্যাপক, মাওলানা মুনির উদ্দিন, মাওলানা আবু তাহির মোঃ খালিদ, সহকারী অধ্যাপক, দ্বীনি ফাজিল মাদরাসা সুনামগঞ্জ জনাব মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া সৎপুর কামিল মাদরাসা সহকারী অধ্যাপক আলীনুর হোসেন, ছাতক জালালীয়া ফাজিল মাদরাসা আরবী প্রভাষক মাওলানা আলী আসগর, খানকালারুকা লতিফিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মাহবুবুর রহমান, নরসিংপুর আদর্শ দাখিল মাদরাসা সুপার মাওলানা ছাদিকুর রহমান, কালারুকা লতিফিয়া দাখিল মাদরাসা সহ-সুপার মাওলানা মো: আজিজুর রহমান, চান্দুশাহ দাখিল মাদরাসা সহ-সুপার মাওলানা মোহাম্মদ খছরুজ্জামান, মোজ্জাম্মিল আলী দাখিল মাদরাসা সহ-সুপার শাহসফি, মাওলানা সৎপুর কামিল মাদরাসা সহকারী শিক্ষক ছাদিকুর রহমান, মো: মোস্তফা হোসেন হুসাইনিয়া ছাত্র সংসদের ভি.পি মাওলানা দিলোয়ার হুসাইন। বিজ্ঞপ্তি