চ্যানেল এস’র চেয়ারম্যান মাহি ফেরদৌস জলিল’র মায়ের জানাযা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৩, ৮:৫১:০৯ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: যুক্তরাজ্যের জনপ্রিয় ‘চ্যানেল এস ইউকে’ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহি ফেরদৌস জলিল’র মাতার জানাযার নামাজ সম্পন্ন হয়েছে। বুধবার বিকেল ৫ টা ২০ মিনিটে পাহাড় বর্ষিজোড়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাযার নামাজ সম্পন্ন হয়। এতে ইমামতি করেন মাওলানা আব্দুর রহমান। মায়ের জানাযায় লন্ডন থেকে এসে শরীক হন মরহুমার প্রথম পুত্র মাহি ফেরদৌস জলিল। এছাড়াও লন্ডনের প্রবাসী, সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ থেকে অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।
মাহি ফেরদৌস জলিল’র মাতা মোছাঃ ছায়া খানম ফুসফুস জটিলতায় দীর্ঘদিন যাবৎ ভোগছিলেন। মঙ্গলবার সকাল ৫টায় মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পাহাড় বর্ষিজোড়া গ্রামে তিনি ইন্তেকাল করেন। তিনি চার ছেলে ও দুই কন্যার জননী ছিলেন। ছেলেদের মধ্যে মাহি ফেরদৌস জলিল, আব্দুল হক, সামছুল হক, শাহিন ও কন্যাদের মধ্যে আনোয়ারা ও জাহানারা বেগম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।