আমন ধান সংগ্রহ : লক্ষ্যমাত্রার ৯৮ শতাংশই অর্জিত হয়নি
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৩, ৯:১৪:৫৭ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: চলতি আমন মৌসুমে নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রার মাত্র এক দশমিক ৫ শতাংশের মতো ধান ও ৮১ শতাংশ চাল কিনতে পেরেছে সরকার। ফলে আমন ধান সংগ্রহ লক্ষ্যমাত্রার সাড়ে ৯৮ শতাংশই অর্জিত হয়নি। এ অবস্থায় ধান ও চাল সংগ্রহের সময় আরও সাত দিন বাড়ানো হয়েছে।
আগামী ৭ মার্চ পর্যন্ত সময় বাড়িয়ে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠিয়েছে খাদ্য মন্ত্রণালয়। আগের নির্ধারিত সময় অনুযায়ী মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) আমন সংগ্রহের সময় শেষ হয়।
খাদ্য মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২২-২০২৩ শতভাগ সফল করার লক্ষ্যে সংগ্রহের সময়সীমা আগামী ৭ মার্চ পর্যন্ত ধারাবাহিকভাবে বাড়ানো হলো।
বর্ধিত সময়ের মধ্যে আমন সংগ্রহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয় চিঠিতে।
এবার আমন মৌসুমে ৫ লাখ টন চাল ও ৩ লাখ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। প্রতি কেজি চাল ৪২ টাকা ও ধান ২৮ টাকায় কেনা হচ্ছে।
খাদ্য মন্ত্রণালয়ের ২৮ ফেব্রুয়ারির তথ্য অনুযায়ী, ৪ লাখ ৫ হাজার ১২৯ টন চাল ও ৪ হাজার ৩৭৪ টন ধান সংগ্রহ করা হয়েছে। এ হিসাবে লক্ষ্যমাত্রার ৮১ শতাংশ চাল ও মাত্র দেড় শতাংশের মতো ধান কিনতে পেরেছে সরকার।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাজারে দাম বেশি হওয়ায় সরকারের বেঁধে দেওয়া দামে কৃষকদের কাছ থেকে ধান কিনতে পারেনি সরকার।