ওমর ফারুক রা. একাডেমী পরিদর্শনে বিশ্বনাথে মাহি ফেরদৌস জলিল
প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২৩, ১২:১০:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ইউরোপের জনপ্রিয় বাংলা টিভি চ্যানেল চ্যানেল এস এর প্রতিষ্ঠাতা মাহি ফেরদৌস জলিল আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় বিশ্বনাথের ঐতিহ্যবাহী স্কুল ওমর ফারুক রা. একাডেমী পরিদর্শনে যান।
স্কুলের প্রিন্সিপাল গোলজার আহমদ খান, ভাইস প্রিন্সিপাল মর্তুজ আলী, ম্যানেজিং কমিটির সদস্য ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক দুই সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের ও কাজী জামাল উদ্দিন তাঁকে স্বাগত জানান। এরপর তিনি স্কুল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এর আগে তিনি স্কুল ক্যাম্পাসে সদ্য নূর ফাউন্ডেশন স্হাপিত ‘জাহরা- সাদিয়া রিক্রিয়েশন এন্ড প্রেয়ার জোন’ ঘুরে দেখেন এবং শিশুদের সাথে কথা বলেন।
পরিশেষে তিনি বর্তমানে লণ্ডন সফররত ওমর ফারুক রা. একাডেমীর সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর এর সাথে ফোনে কথা বলেন।
পরিদর্শনকালে চ্যানেল এস এর প্রডিউসার আহাদ আহমদ, ইশিতা টেলিমিডিয়ার এমডি নকুল দাস, চ্যানেল এস সিলেট ব্যুরো চীফ মঈন উদ্দিন মনজু, চীফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী তাঁর সাথে ছিলেন।
উল্লেখ্য মায়ের জানাজায় শরীক হওয়ার জন্য মাহি জলিল গতকাল বুধবার সিলেট পৌঁছান। আগামী রোববার তিনি লণ্ডন প্রত্যাবর্তন করবেন।