কোম্পানীগঞ্জে আগুনে পুড়ল ঘর
প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২৩, ৬:০০:০৬ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: কোম্পানীগঞ্জ উপজেলার নারাইনপুর গ্রামে আগুনে পুড়ে ছাই হলো ঘর। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ঘরের মালিক ছবর আলী। এর আগে গত ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারীতে আরেক দফা তার ঘর আগুনে পুড়েছিল।
ঘরের মালিক ছবর আলী জানান, ‘বুধবার সন্ধ্যার পর আমি ঘরে ছিলাম। হঠাৎ করে চিৎকার শুনে আমি বসতঘর থেকে বের হয়ে দেখি আমার খড়ের ঘরে আগুন জ্বলছে। আগুনে পুড়ে পুরো ঘর ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে ২০২১ সালে আমার গরুর ঘরে আগুন লাগে। তখন ২টি গরু, মেশিন, মেশিনের যন্ত্রপাতি, আসবাবপত্রসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মামলা পুড়ে ছাই হয়ে যায়। বারবার এমন আগুনে আমরা আতঙ্কের মধ্যে আছি।’
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আল আমিন বলেন, আমরা আগুন লাগার কোন খবর পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।