কানাইঘাটের রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২৩, ৬:০৬:৪৯ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি: জনগুরুত্বপূর্ণ কানাইঘাট-চতুল-দরবস্ত সড়ক ও গাজী বোরহান উদ্দিন সড়কসহ উপজেলার অন্যান্য রাস্তাঘাটের দ্রুত সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় কানাইঘাট উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে পরিবহন শ্রমিকসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন। উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি জুনেদ হাসান জীবানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিরোজ মিয়ার পরিচালনায় মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে সিলেট শহরের সাথে সংযোগ সড়ক কানাইঘাট-চতুল-দরবস্ত সড়কের টেকসই সংস্কার কাজ না হওয়ার কারণে বর্তমানে এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। বার বার সরকারের বিভিন্ন দপ্তর ও জনপ্রতিনিধিদের জানানোর পরও সড়কের কাজ শুরু না হওয়ায় জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে। পুরো সড়ক জুড়ে গর্ত, ধূলোবালু, কাদাপানিতে পরিণত হয়েছে। স্থানীয় এমপি থেকে শুরু করে সড়ক-জনপথ বিভাগ, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র ও ক্ষমতাসীন দলের উর্ধ্বতন নেতাদের উদাসীনতায় সড়কের কাজ শুরু না হওয়ায় এলাকায় সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে।
পাশাপাশি কানাইঘাট গাজী বোরহান উদ্দিন সড়ক সহ উপজেলার অন্যান্য পাকা সড়কগুলো দ্রুত সংস্কার করার জন্য সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি মানবন্ধন থেকে আহ্বান জানানো হয়। আগামী এক সপ্তাহের মধ্যে কানাইঘাট-চতুল-দরবস্ত ও গাজী বোরহান উদ্দিন সড়কের টেকসই সংস্কার কাজ শুরু করা না হলে উপজেলার সকল পরিবহন সংগঠন লাগাতার সড়ক অবরোধসহ যে কোন ধরনের কঠোর কর্মসূচী গ্রহণ করার হুঁশিয়ারী উচ্চারন করেন উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সিলেট-তামাবিল বাস-মিনিবাস উপ-কমিটির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা ক্যারিকাব-লেগুনা শাখার সহ সভাপতি ইজ্জাদুর রহমান, কানাইঘাট উত্তর বাজার অটোরিক্সা উপ-পরিষদের আহ্বায়ক আজিজুর রহমান বাবুল, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, উক্ত সংগঠনের সুরইঘাট উপ-পরিষদের সভাপতি মামুন রশিদ, চতুল ঈদগাহ উপ-পরিষদের সভাপতি আলমাছ উদ্দিন, কানাইঘাট দক্ষিণ বাজার উপ-পরিষদের সাধারণ সম্পাদক জিয়া উদ্দীন, সাংগঠনিক সম্পাদক নাঈম উদ্দিন, সদস্য এখলাছুর রহমান, বড়বন্দ উপ-পরিষদের সভাপতি আলম উদ্দীন, ক্যারিকাব শাখার ম্যানেজার আছার উদ্দীন, সুরইঘাট শাখার সম্পাদক জয়নাল আবেদীন, কানাইঘাট দক্ষিণ বাজার শাখার সহ সভাপতি তোফায়েল ইসলাম, টমটম শাখার সভাপতি সাধারণ সম্পাদক, মিশুক শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।