বিশ্নানাথে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২৩, ৭:০০:১৬ অপরাহ্ন
বিশ্বনাথে মুক্তিযোদ্ধার প্রজন্ম’র উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শুভেচ্ছা স্মারক, পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সিলেটের বিশ^নাথ উপজেলার অলংকারী ইউনিয়নের আল-মুছিম স্কুল এন্ড কলেজে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধার প্রজন্ম সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুল এর সভাপতিত্বে ও আল-মুছিম স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল হামিদ ও মোস্তফা মারুফের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এম এ মজনু ফোরামের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী মজনু।
শিক্ষানুরাগী মোঃ বেলাল মিয়ার উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন ইসরাইল আলী হেলথ সেন্টারের চেয়ারম্যান নেছার আলী লিলু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল মুছিম স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আতিকুর রহমান লিটন, পরিচালনা কমিটির সভাপতি আমিনুল হক দুদু, প্রিন্সিপাল মোঃ মানিক মিয়া, শিক্ষানুরাগী মোঃ চেরাগ আলী।
শুরুতে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী নাইমা আক্তার। সঙ্গীত পরিবেশন করেন তাসলিমা আক্তার, ফাহমিদা সুলতানা এনি। গীতা পাঠ করেন সুমা রাণী দাস। বিজ্ঞপ্তি