কুলাউড়ায় জাতীয় ভোটার দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২৩, ৭:৩৩:০৮ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বৃহস্পতিবার ৫ম জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়। দিবসের কর্মসূচীতে ছিল র্যালী ও আলোচনা সভা।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকারের নেতৃত্বে ও উপজেলা নির্বাচন অফিসার মো: আহসান ইকবাল এর পরিচালনায় দিবসের শুরুতে সকাল ১০ টায় এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ বিষয়ক র্যালীতে অংশ নেন উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষকবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, স্কাউটস সদস্য প্রমুখ।
র্যালী শেষে উপজেলা নির্বাচন অফিস প্রাঙ্গণে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ইউএনও মো. মাহমুদুর রহমান খোন্দকার, উপজেলা নির্বাচন অফিসার মো: আহসান ইকবাল, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুশীল চন্দ্র দে, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন, কুলাউড়া এনসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ প্রমুখ।