জগন্নাথপুরে জাতীয় ভোটার দিবস পালন
প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২৩, ৮:৪৮:০১ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাজেদুল ইসলামের সভাপতিত্বে র্যালি শেষে আলোচনাসভায় জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এতে নির্বাচন অফিসের কর্মকর্তাগণ ও অন্যান্য সরকারি কর্মকর্তাগণ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।