কৃষকের উন্নতিতেই দেশের উন্নতি: প্রবাসী কল্যাণ মন্ত্রী
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৩, ৫:৫২:১০ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, কৃষকরাই আমাদের প্রাণ। তাদের উন্নতি হলে জাতি ও দেশের উন্নতি হবে। প্রধানমন্ত্রী কৃষকদের প্রতি আন্তরিক, তিনি বলেছেন কৃষকদের যে প্রণোদনা দেয়া হয় তা বেশী কাজে লাগছে। খামারের উৎপাদিত ঘি আর উত্তম সরিষার তেল আবারও রান্নায় ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যেতে হবে।
প্রবাসী কল্যাণ মন্ত্রী শুক্রবার ‘স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোয়াইনঘাটে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
প্রদর্শনীর আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল গোয়াইনঘাট। প্রবাসী কল্যাণ মন্ত্রী দুপুরে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করে বিভিন্ন স্টল পরিদর্শন শেষে ইউএনও তাহমিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, প্রাণিসম্পদ অফিসার ডাঃ জামাল খান, এএসপি গোয়াইনঘাট সার্কেল প্রবাস কুমার সিংহ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হক, সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু।
উপস্থিত ছিলেন অধ্যক্ষ ফজলুল হক, কাতারের ব্যবসায়ী সাকুর আহমদ, বিভিন্ন ইউপির চেয়ারম্যান, উপজেলা আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। প্রদর্শনীতে ৩০ টিরও বেশী স্টল স্থান পায়। প্রধান অতিথি অংশগ্রহণকারী খামারীদের ক্রেস্ট ও সনদ প্রদান করেন। পরে গোয়াইনঘাট সরকারী কলেজে ইউনিসেফ ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।