কোম্পানীগঞ্জের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৩, ৬:০৫:৩৯ অপরাহ্ন
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বৃহস্পতিবার টুলস সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল।
২০২২ সালের ভয়াবহ বন্যায় অধিক ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের পক্ষ থেকে কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও শেল্টার টুলস কিটস, হাইজিন বক্স ও ডিগনিটি বক্স বিতরণ করা হয়।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কার্য্যনির্বাহী কমিটির সদস্য মোঃ মজির উদ্দিনের সভাপতিত্বে ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উপ-পরিচালক কাজী জানে আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের নির্বাহী সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল ও সোয়েব আহমদ। ইতিপূর্বে এই ৪০০ পরিবারের মধ্যে গৃহ নির্মাণ, লেট্রিন নির্মাণ ও জীবিকায়নের জন্য নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি