কেমুসাসের সাহিত্য আসর অনুৃষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৩, ৬:২৩:১৭ অপরাহ্ন
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ১১৪৬তম সাহিত্য আসর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। আসরে প্রধান আলোচকের বক্তব্য রাখেন প্রাবন্ধিক মামুন সুলতান।কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য ও গবেষণা সম্পাদক মাহবুব মুহম্মদের সভাপতিত্বে ও মাজহারুল ইসলাম মেননের পরিচালনায় আসরে লেখাপাঠের উপর আলোচনা করেন কবি হুসাইন ফাহিম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেমুসাসের পাঠাগার সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহের, বাংলাদেশ ব্যাংকের পরিচালক আমিনুল ইসলাম।
আসরে স্বরচিত লেখাপাঠ করেন জেনারুল ইসলাম, সামিয়া আফরিন, কবির আশরাফ, নাঈমুল ইসলাম গুলজার, হুসাইন সোহাগ, ছাইফুল আলম পারুল, সুমন খান, কামাল আহমদ, আব্দুল আজিজ চৌধুরী, রেবেকা রেখা। গান পরিবেশন করেন সাজিদুল ইসলাম, মাজহারুল ইসলাম মেনন, শাহিনা জালালি, বাহার উদ্দিন বাহার, লিলু মিয়া। আসরের শুরুতে কোরআন তিলাওয়াত করেন আহসান হাবীন রাহাত। বিজ্ঞপ্তি