জামালগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারে জামায়াতের আর্থিক সহায়তা
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৩, ৮:৪২:১৯ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের নিভৃত পল্লী হটামারা গ্রামে বিদ্যুতের শর্ট সার্কিটে আগুন পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারের মধ্যে সুনামগঞ্জ জেলা জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার দুপুরে আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারগুলোর খোঁজ নিতে সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান হটামারা গ্রাম পরিদর্শনে যান।
এসময় তার সাথে ছিলেন জেলা জামায়াতের সহ-সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ পৌর জামায়াতের আমীর এডভোকেট মোঃ নূরুল আলম, জামালগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মোঃ হাবিবুর রহমান, জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক সিরাজুল হক ওলী, জামালগঞ্জ উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো: ফখরুল আলম চৌধুরী, জামালগঞ্জ সদর ইউনিয়ন জামায়াতে সভাপতি মোঃ আব্দুল মুহিত, ভীমখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, ফেনারবাক ইউনিয়ন জামায়াতের সভাপতি মোসায়েল মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।
সহায়তা প্রদান পুর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান।
উল্লেখ্য গত, সোমবার (২৭ ফেব্রুয়ারী) দুপুর প্রায় ১ টায় হটামারা গ্রামের বাসিন্দা মো: সামছুল মিয়া’র ঘর থেকে বৈদ্যুতিক লাইনে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ ঘটনায় প্রায় ৮০ লাখ টাকা সমপরিমান ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করছেন ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলো।