দক্ষিণভাগ টাইটেল মাদ্রাসায় মুতাওয়াসসিতাহ ২য় বর্ষের পরীক্ষা শুরু
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৩, ৮:৪৭:৫৩ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার দক্ষিণভাগ মোহাম্মদিয়া দারুল হাদিস টাইটেল মাদ্রাসায় বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তানযীমুল মাদারিসিল আরাবিয়াহ মৌলভীবাজার শিক্ষাবোর্ডের মুতাওয়াসসিতাহ ২য় বর্ষের ৪০তম কেন্দ্রীয় পরীক্ষা। প্রথম দিনে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বড়লেখা ক্বওমী মাদ্রাসা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম ও জামেয়া ইসলামীয়া দারুল উলুম আজিমগঞ্জ মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল কাদির।
দক্ষিণভাগ মোহাম্মদিয়া দারুল হাদিস টাইটেল মাদ্রাসার মুহতামিম মাওলানা কাওছার আহমদ জানান, তানযীমুল মাদারিসিল মৌলভীবাজার শিক্ষাবোর্ডের মুতাওয়াসসিতাহ ২য় বর্ষের কেন্দ্রীয় পরীক্ষা বৃহস্পতিবার থেকে তার মাদ্রাসায় শুরু হয়েছে। এবার এই কেন্দ্রে বড়লেখা ও জুড়ী উপজেলার ৯টি ক্বওমী মাদ্রাসার ৮৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। মাদ্রাসাগুলো হচ্ছে, বড়লেখা উপজেলার দক্ষিণভাগ মোহাম্মদিয়া দারুল হাদিস টাইটেল মাদ্রাসা, জামেয়া ইসলামীয়া দারুল উলুম আজিমগঞ্জ মাদ্রাসা, হাকালুকি বড়ময়দান জামেয়া ইসলামীয়া হিফজুল কোরআন মাদ্রাসা, বড়খলা বশিরিয়া আরাবিয়া মাদ্রাসা, হাকালুকি দারুস সুন্নাহ মোহাম্মদিয়া মাদ্রাসা, মহদিকোনা জামেয়া ইসলামীয়া হাফিজিয়া মাদ্রাসা, বিওসি কেছরীগুল জামেয়া রশিদিয়া খাইবিয়া ক্বওমিয়া মাদ্রাসা, জুড়ী উপজেলার বিশ্বনাথপুর দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা এবং জুড়ী জামেয়া ইসলামীয়া মাদ্রাসা।