দিরাইয়ে জনপ্রতিনিধিদের নাগরিক সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৩, ৯:৪৮:২৩ অপরাহ্ন
দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার চরনারচর ও শাল্লা উপজেলার আটগাও ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিদের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে অ্যানিম্যাশন সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শ্যামারচর বাজারস্থ ব্রজেন্দ্রগঞ্জ রাম চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংগঠনের সভাপতি শেখ রনির সভাপতিত্বে ও আমির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফিমেল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি ও গ্রামীণ জনকল্যাণ সংসদের নির্বাহী পরিচালক জামিল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনোয়ার মুজাহিদ নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান সালাহ উদ্দিন, দিরাই উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, কমরেড অমর চাঁদ দাস, সংবর্ধিত আটগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিতোষ রায়, দিরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন, প্রভাষক মোস্তাহার মিয়া, সমাজসেবক শাহজাহান সিরাজ, প্রকৌশলী জুবায়ের আহমেদ পাহেল প্রমূখ। সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভাশেষে অ্যানিমেশন সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে দেয়া দুই ইউনিয়ন পরিষদের সকল জনপ্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।