গোলাপগঞ্জে প্রাক বৈবাহিক কাউন্সেলিং বিষয়ক কর্মশালা
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২৩, ৬:৫২:৪০ অপরাহ্ন
গোলাপগঞ্জে প্রাক বৈবাহিক কাউন্সেলিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার কৃষি অফিসের কনফারেন্স হলরুমে উপজেলা পর্যায়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মচারী (এপিআই, এফডব্লিউএ ও এফডব্লিউবি) ও ম্যারেজ রেজিষ্টারদের (কাজী) নিয়ে একদিনের এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার আয়োজন করে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিট।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের তত্বাবধানে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুর শাফী চৌধুরী এলিম। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উচিৎ কুমার সিনহা’র পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল মান্নান ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক তপন কান্তি ঘোষ। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নান, মেডিকেল অফিসার ডাঃ ফাহিমা আক্তার ও হাফিজ মাওলানা আব্দুল আহাদ। বিজ্ঞপ্তি