দোয়ারা ইউএন’র বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২৩, ৭:০০:০০ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকার অন্যত্র বদলী জনিত কারণে শুক্রবার বিকেলে দোয়ারাবাজার উপজেলা পরিষদ কনফারেন্স হলে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরীর সভাপতিত্বে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক-দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বক্তব্য রাখেন সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা, দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ ইদ্রিছ আলী বীরপ্রতিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমদ, জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল খালেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, ছাতক উপজেলা আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, দোহালিয়া ইউপি চেয়ারম্যান শামিমুল ইসলাম, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মিলন খাঁন, মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান ইজ্জত আলী, সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ।
উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মশিউর রহমান, প্রধান শিক্ষক জিল্লুর রহমান, প্রধান শিক্ষক আবুল কাশেম, উপজেলা প্রস্তুতি কমিটির সদস্য সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) রফিক উদ্দিন, দোহালিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নুর মিয়া, ইউপি সদস্য সুনুর মিয়া, সেচ্ছাসেবকলীগ নেতা ছালিক মিয়া, ছাত্রলীগ নেতা নিউটন দাস, উপজেলা পরিষদ গোপনীয় সহকারী সফিকুর রহমান, উপজেলা টেকনেশিয়ান সুহেল রানা প্রমুখ।