পশ্চিম গৌরীপুর ডেভেলপমেন্ট ফোরামের অভিষেক
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২৩, ৭:০১:৩৭ অপরাহ্ন
বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর বলেছেন, দেশের উন্নয়নে আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। বিশেষ করে গ্রামের আনাচে-কানাচে লুকিয়ে থাকা প্রতিভাকে বের করে তাদেরকে সঠিকভাবে বিকশিত করতে হবে। পশ্চিম গৌরীপুর ডেভেলপমেন্ট ফোরামের অভিষেক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শুক্রবার নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে পশ্চিম গৌরীপুর ডেভেলপমেন্ট ফোরামের অভিষেক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এস এম আনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্বধিত অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদ সদস্য মোঃ নাসির উদ্দিন ও যুক্তরাজ্যের কমিউনিটি নেতা মহিবুল রহমান আতাশ।
ডেভেলপমেন্ট ফোরামের সাধারণ সম্পাদক লায়েক মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি ফখরুল হোসেন চৌধুরী, সাংবাদিক সেলিম আউয়াল, শামসুল আলম রফু, নিবারণ চন্দ্র দাস, সঞ্জয় কান্তি দাস, মোঃ আজিম উদ্দিন, সোহেল মিয়া, শফিকুল ইসলাম চৌধুরী টুনু, আব্দুল বাতিন ফয়সল, আনরসার হোসেন তপুর, তাজউদ্দীন, মোঃ ই¯্রাফিল (শিশু), কৃঞষা দাস, শেখ আব্দুর রশিদ,আব্দুল মতিন বাদশা, আব্দুস শহিদ, সাগর চন্দ্র দাস, সমীরন দাস প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাহমুদুল আলম, গীতা পাঠ করেন নিবারন চন্দ্র দাস। বিজ্ঞপ্তি