ব্রুনাই ও কসোভো’র রাষ্ট্রদূতের চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২৩, ৭:২৬:২৭ অপরাহ্ন
চেম্বার কনফারেন্স হলে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে ব্রুনাই দারুস সালাম ও কসোভো’র রাষ্ট্রদূতের সাথে শনিবার দুপুর ১টায় সিলেট চেম্বার নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ী মহলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ।
সভায় ব্রুনাই এর রাষ্ট্রদূত হারিস বিন ওসমান বলেন, ব্রুনাই এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ৩৯ বছরে পদার্পণ করেছে। বর্তমানে আমাদের মধ্যে ভালো বাণিজ্য সম্পর্কও রয়েছে। আমরা এই বাণিজ্য সম্পর্কের উন্নয়ন ঘটাতে চাই। তিনি বাংলাদেশের ব্যবসায়ী ও পর্যটকদের ব্রুনাই সফর এবং ব্রুনাই এর সাথে বিদ্যমান বাণিজ্য সম্পর্কের উন্নয়নে একযোগে কাজ করার আহবান জানান।
সভায় কসোভো’র রাষ্ট্রদূত গোনার উরেয়া মতবিনিময় সভা আয়োজনের জন্য সিলেট চেম্বারকে ধন্যবাদ জানিয়ে বলেন, দুই বছর আগেও কসোভো’র সাথে বাংলাদেশের কোন বাণিজ্য সম্পর্ক ছিল না। কিন্তু গত বছর দুই দেশের মধ্যে ২১.২৩ মিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে। তিনি বলেন, কসোভো একটি ল্যান্ড লক্ড কান্ট্রি, কিন্তু বাণিজ্য সম্প্রসারণের জন্য আমাদের ভালো যোগাযোগ ব্যবস্থা রয়েছে। তিনি আরো বলেন, কসোভো’র তরুণ জনসংখ্যার হার বর্তমানে ইউরোপের মধ্যে সর্বাধিক, এদিকে বর্তমানে বাংলাদেশেরও জনসংখ্যার বড় অংশ তরুণ। এ সুযোগ আমরা দু-দেশকেই গ্রহণ করতে হবে। তিনি বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে সিলেট চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ সিলেট চেম্বার সফর ও মতবিনিময় সভায় মিলিত হওয়ার জন্য রাষ্ট্রদূতগণকে ধন্যবাদ জানান।
সভায় সিলেটের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফজলে এলাহী মোঃ ফয়সল। এছাড়াও সভায় বক্তব্য রাখেন সিলেট চেম্বারের পরিচালক ফখর উস সালেহীন নাহিয়ান, লন্ডন টি এক্সচেঞ্জ এর মিছবাহ চৌধুরী ও শেখ অলিউর রহমান।
সভায় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক আবু তাহের মোঃ শোয়েব, মোঃ হিজকিল গুলজার, আলীমুল এহছান চৌধুরী, কাজী মোঃ মোস্তাফিজুর রহমান, সাবেক পরিচালক এম এস সেকিল চৌধুরী এবং সিলেট চেম্বারের সদস্যবৃন্দ। বিজ্ঞপ্তি