জামালগঞ্জ সরকারী কলেজে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২৩, ৭:৩০:২৮ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারী কলেজে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে জামালগঞ্জ সরকারী কলেজের আয়োজনে শনিবার সকালে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট শিক্ষা বোডের্র চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার।
জামালগঞ্জ সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: রফিকুল ইসলাম বীন বারী’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো: কবির আহম্মদ, বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল, কলেজ পরিদর্শক ড. সৈয়দ মোয়াজ্জম হুসেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব ও বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ মঈনুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা মোদক, বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র অধ্যাপক (হিসাব বিঞ্জান) মো: শহীদুল ইসলাম।
কলেজ শিক্ষক সুজিত রঞ্জন দে ও পঙ্কজ কুমার বর্মণের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রভাষক আ: করিম, মজিবুর রহমান, আ: মোতালিব, মনোব্রত চক্রবর্তী, কাজল চন্দ্র শাহ্, কামরুল ইসলাম, মীর মোশাররফ হোসেন, শামসুদ্দিন আহম্মেদ, আবু ওবায়দা নাদিম, রফিকুজ্জামান, শামীমা আক্তার সীমু, সমাজসেবক বিভাগ উন্নয়ন কমিটির সাবেক সভাপতি মো: আ: রব, জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীতোষ কুমার তালুকদার, আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তৌফিকুল ইসলাম, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ ও যুগ্ম সাধারণ সম্পাদক আ: সামাদ আফিন্দী নাহিদ। অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।