মাদানী ফাউন্ডেশনের ১০০ জন শিশুর ফ্রি খৎনা ক্যাম্প
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২৩, ৮:২৮:০৯ অপরাহ্ন
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজারে মাদানী ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ জন গরীব অসহায় ছেলেকে ফ্রি খৎনা দেওয়া হয়েছে।
শনিবার সকাল ১০ টার সময় সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের হলরুমে খৎনা দেওয়া শুরু হয়। এ সময় ফ্রি খৎনার পাশাপাশি ১০০ জনের মধ্যে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
মাদানী ফাউন্ডেশনের ফ্রি খৎনা ক্যাম্পে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মাওলানা দিলোয়ার বখতের সভাপতিত্বে ও মওলানা হুমায়ুন কবিরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ১নং জালালাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক মাসুদ, অ্যাডভোকেট নুরুল আমিন, মুহিবুর রহমান কাজল, সমাজসেবী জাহেদ আহমদ, কছির মিয়া, মুরব্বি ফজলু মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি