নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করা হবে : মেয়র আরিফ
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২৩, ৮:৩১:১৩ অপরাহ্ন
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট নগরীর দক্ষিণ সুরমা থানা বিএনপি’র উদ্যোগে পদযাত্রা কর্মসূচী পালন করেছে। শনিবার বিকাল তিনটায় এই পদযাত্রাটি দক্ষিণ সুরমার ক্বীন ব্রিজ মোড় থেকে শুরু করে কদমতলীতে গিয়ে শেষ হয়।
মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী’র সভাপতিত্বে ২৭নং ওয়ার্ডের সভাপতি নাজিম উদ্দিন ও ২৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এম এ মান্নান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এ সময় তিনি বলেন, দেশ আজ চরম বিপদের সম্মুখীন হয়েছে। দ্রব্যমূল্যের উর্ধগতি, তেল, গ্যাসসহ বিদ্যুতের দাম বার বৃদ্ধি করার কারণে সাধারণ মানুষ মানবেতর জীবনযাপন করছে। এই অবস্থায় মানুষ বিএনপির দিকে তাকিয়ে রয়েছে। বিএনপি সকল বাঁধা বিপত্তি পেরিয়ে ধারাবাহিকভাবে শান্তিপূর্ণ কর্মসূচী পালন করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করা হবে এবং এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করা হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সহ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামিম।
এ সময় বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সুদীপ রঞ্জন সেন বাপ্পু, এড. রোকসানা বেগম শাহনাজ, সালেহ আহমদ খসরু, আহবায়ক কমিটির সদস্য মুর্শেদ আহমদ মুকুল, আফজল উদ্দিন, আবুল কালাম, কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তুহেল, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর শ্রমিকদলের আহবায়ক আব্দুল আহাদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন, সিলেট জেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ নুরুল হক।
উপস্থিত ছিলেন মহানগর আব্দুস সাত্তার মামুন, দুলাল আহমদ, মহানগর শ্রমিকদলের আহবায়ক আব্দুল আহাদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন, সিলেট জেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ নুরুল হক, ২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাচ্ছু মিয়া, সাধারণ সম্পাদক সুলেমান হোসেন সুমন, সিনিয়র সহ সভাপতি মোঃ ইকবাল কামাল, সাবেক আহ্বায়ক রেজাউল হাসান রুজন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফয়েজ আহমদ শিপু, ২৭নংওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক আহবায়ক লুুৎফুর রহমান, উজ্জল রঞ্জন চন্দ, সাংগঠনিক সম্পাদক মঈন খান, ২৬নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ সভাপতি এম.সিরাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সুবেল, গোলাম কিবরিয়া আবির, খালেদ আহমদ শাহিন, এম এ মতিন, ইসহাক আহমদ, এনাম আহমদ, দিদারুল ইসলাম দিদার, রফিক মিয়া, কামাল আহমদ, কবির আহমদ, সুমন আহমদ। বিজ্ঞপ্তি